প্রেডিক্টিভ সাজেশন ও ভয়েস টাইপিং দিয়ে
আপনার ব্যক্তিতের সাথে মিলিয়ে সুন্দর ও বৈচিত্রপূর্ণ থিম থেকে পছন্দ করে নিন
আপনি যা কিছু লিখেন, সব নিরাপদে থাকে
আছে বাংলা স্টিকার ও ইমোজি
আছে ঐচ্ছিক সংখ্যার সারি, কীবোর্ডের উচ্চতা সমন্বয়, আপনার টাইপিং থেকে শেখা এবং আরও অনেক কিছু
আপনি যদি এন্টার কী এর পরিবর্তে ইমোজি বা অন্য কী দেখতে পান, তবে এন্টার পেতে শিফটে প্রেস করুন
কীবোর্ড সেটিংস এ যান, তার পর Appearance > Layouts > Enable Number row
কীবোর্ড সেটিংস এ যান, তার পর Appearance > Layouts > Enable Keyboard Resizing তারপর কীবোর্ডের উচ্চতা ইচ্চামত ঠিক করুন
আপনি যা লিখেন তা রিদ্মিক কীবোর্ড কখনো ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ বা অন্যকারো কাছে পাঠায় না। আপনার গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার লেখা ১০০% নিরাপদ। এব্যাপারে আমরা গ্যারান্টি দিয়ে থাকি। দয়া করে আরো বিস্তারিত পড়ুন
কপিরাইট ইস্যুর কারনে রিদ্মিক কীবোর্ড থেকে ইউনিজয় লেআউট সরিয়ে ফেলা হয়েছে। যদিও আমরা মনে করি না যে কোন কপিরাইট লঙ্গিত হয়েছিল।
যে কারনে চাওয়া হয়কনটাক্ট: লেখার সময় আপনার বন্ধুদের নাম সাজেশনে দেখানোর জন্য আপনি সেটিং থেকে এটি অফ করে দিতে পারবেন। আধুনিক এন্ড্রয়েড ভার্সনগুলোতে এই পার্মিশন যখন প্রয়োজন তখন আবার চাওয়া হয়, তখন আপনি চাইলে এটি বাতিল করে দিতে পারেন। অডিও রেকর্ড: ভয়েস টাইপিং ফিচারের জন্য এটি প্রয়োজনইন্টারনেট: ভয়েস টাইপিং এর সময় কথা থেকে লেখায় পরিবর্তনের জন্য। এটি গুগলের একটি সেবা ব্যবহার করে করা হয়। স্টোরেজ: আপনার লেখা থেকে সাজেশন দেয়ার জন্য। সাজেশন দেয়ার জন্য আপনার লেখা শব্দগুলো কতবার লিখেছেন এসব তথ্য একটি বিশেষ ফরমেটে ফোনে সংরক্ষন করা হয়। যা অ্যাপ ছাড়া পড়া সম্ভব নয়। এছাড়া অন্য অনুমতি গুলো চিন্তিত হওয়ার মত নয়। দয়া করে আরো জানুন
এন্ড্রয়েডের অপারেটিং সিস্টেম এই নির্দেশনাটি দেখায় যখন আপনি কীবোর্ডটি প্রথমবার চালু করতে চান। এবং এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এই নির্দেশনাটি বিল্ট-ইন কীবোর্ড ছাড়া সব কীবোর্ডের ক্ষেত্রেই দেখায়। যেহেতু আপনি কীবোর্ডে যা কিছুই টাইপ করেন না কেন, তা কীবোর্ডের মাধ্যমে লেখার বক্সে যায়, তাই কোন কীবোর্ড চাইলে আপনার লেখা সংগ্রহ করতে পারে। এজন্য, আপনার উচিত শুধুমাত্র সেসকল কীবোর্ড ইন্সটল করা, যাদের আপনি বিশ্বাস করেন। এটা শুধুমাত্র একটি নির্দেশনা যা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপনাকে দেখায় সতর্ক থাকার জন্য। এরমানে এই নয় যে, কীবোর্ডটি আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে।